ভোলা সদরে আটক ১১ জেলের কারাদন্ড

Picsart_24-03-22_17-13-48-076.jpg

ভোলা সদরে আটক ১১ জেলের কারাদন্ড

উপজেলা প্রতিনিধিঃ ভোলা সদরের তেতুলিয়া নদীতে মার্চ ও এপ্রিল মাসে ইলিশ অভয়াশ্রমে সকল ধরণের মৎস্য আহরণ কার্যক্রম বন্ধের অংশ হিসাবে মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে আজ (২২ মার্চ ২০২৪) শুক্রবার মোট ১১ জন জেলেকে মাছ ধরা অবস্থায় আটক করা হয়।

আটককৃত জেলেদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।

অভিযান আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে উপস্থিত ছিল ভোলা সদর থানা ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। এসময় অভিযানে মাছ ধরার প্রায় ৪০০০ মিটার জাল জব্দ ও ধ্বংস করা হয়।

ভোলা সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এ.এফ.এম নাজমুস সালেহীন জানান, মেঘনা ও তেতুলিয়া নদীর অভয়াশ্রম রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং গত ২২ দিনে মোট ৮১ জন জেলেকে আটক করে ৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও বাকিদের ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা মৎস্য অফিসার মো: আবুল কালাম আজাদ জানান, ১৯০ কিলোমিটার অভয়াশ্রম রক্ষার্থে ভোলার মৎস্য অধিদপ্তর সকল বাহিনী ও প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উদযাপন

আরও সংবাদ পড়ুন।

দৌলতখানে পাইজাল সহ ১৫ জন জেলেকে আটক;

আরও সংবাদ পড়ুন।

`ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে’-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

ভোলায় ইলিশ আহরণের জন্য ৩২ টি সুতার ইলিশ জাল বিতর করেন – সচিব মোহাং সেলিম উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top