বিদ্যুতের দাম বাড়বে! কতটা বাড়বে তা জানালেন – প্রতিমন্ত্রী নসরুল হামিদ

Picsart_24-02-27_20-11-11-039.jpg

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করা হয়। ঘাটতি মেটাতে দাম সমন্বয় করা হচ্ছে।

আগামী তিন বছর ধাপে ধাপে দাম সমন্বয় করা হবে।

সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী ২০২৪) সচিবালয়ের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের সাথে কথা বলেন। বিভিন্ন প্রশ্নর জবাব দিয়েছেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা বাড়তে পারে।

তিনি বলেন, মার্চ থেকেই নতুন দর কার্যকর হবে।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করা হয়। ঘাটতি মেটাতে দাম সমন্বয় করা হচ্ছে।

আগামী তিন বছর ধাপে ধাপে দাম সমন্বয় করা হবে।

আরও সংবাদ পড়ুন।

ভোলায় আরো ৯টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী নসরুল হামিদ

আরও সংবাদ পড়ুন।

৩০-৭০ পয়সা বাড়ছে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top