ভোলায় আরো ৯টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী নসরুল হামিদ

Picsart_24-01-25_14-52-27-822.jpg

আজ সকালে শাহবাজপুর গ্যাস ফিল্ডে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এম,পি গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, আলী আজম মুকুল এম,পি ভোলা -২, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম।

সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ২০২৪) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এম,পি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন,পাইপলাইন দিয়ে ৩ বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূ-খণ্ডে নেওয়া হবে। এছাড়া অভ্যন্তরীণ সকল উৎস হতে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে পেট্রোবাংলা ৪৬টি কূপ খনন, পুনঃখননের কার্যক্রম শুরু করেছে।

যা থেকে ৬১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। ২০২৩ সালে এই কার্যক্রমের আওতায় এরইমধ্যে ১১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, ভোলা দ্বীপ একটি গ্যাস সমৃদ্ধ অঞ্চল। এখানে আরও ৯টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোলার নদী এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পণ জরিপ করা হবে। তিনি অগ্রাধিকার ভিত্তিতে ভোলায় শিল্প গ্যাস সংযোগ দিয়ে ভোলায় কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বারোপ করেন। বর্তমানে ভোলা থেকে সিএনজি করে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেশের মূল ভূ-খণ্ডের শিল্প প্রতিষ্ঠানের জন্য নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে তা ২৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে।


বোরহানউদ্দিন উপজেলার মানুষ বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এম,পি’র আগমন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং স্থানীয়রা ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে বোরহানউদ্দিন বাসস্টানে দাড়ান।

আরও সংবাদ পড়ুন।

আজ বোরহানউদ্দিনে আসবেন শিল্প মন্ত্রী ও বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বও পেলেন নসরুল হামিদ

আরও সংবাদ পড়ুন।

ভোলার ৫ গ্যাসকূপ খননের কাজ পাচ্ছে রুশ কোম্পানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top