সিডনিতে করোনাভাইরাস আইন অমান্য করে ঘরোয়া অনুষ্ঠান – ৬০ হাজার ডলার জরিমানা

PicsArt_07-19-12.32.16.jpg

সিডনিতে করোনাভাইরাস আইন অমান্য করে ঘরোয়া অনুষ্ঠান – ৬০ হাজার ডলার জরিমানা

আস্টেলিয়া থেকে মোহাম্মাদ আবদুল মতিনঃ স্থানীয় সময় শনিবার রাতে সিডনির স্কোরফিল্ডে অবস্থিত একটি বাসায় ঘরোয়া পার্টির আয়োজন করে।

করোনাভাইরাসের আইন অমান্য করে এই পার্টিতে ষাটেরও অধিক লোক অংশগ্রহণ করে। কোলাহলপূর্ণ অনিয়ন্ত্রিত এই ঘরোয়া অনুষ্ঠানে প্রতিবেশীর অভিযোগের ভিত্তেতে পুলিশ রাত সাড়ে এগারটায় অভিযান চালায়।

এই অভিযানে হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দাঙ্গা পুলিশ অংশ নেয়। করোনাভাইরাসের আইন অমান্য করায় পুলিশ প্রত্যেককে ১০০০ ডলার করে মোট ৬০ জনকে করোনা জরিমানা করে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল রাজ্যের স্বাস্থ্যবিধি অনুযায়ী কোনো ঘরোয়া অনুষ্ঠানে একসাথে ২০ জন লোক অংশগ্রহণ করার অনুমতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top