ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার এসি ল্যান্ড অফিসে চুরির ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তারা অনেকেই বলছে, যেখানে সরকারের খুবই গুরুত্বপূর্ণ এসি ল্যান্ড অফিসের নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে সাধারণ জনগনের নিরাপত্তা কিভাবে দিবে এখানকার দায়িত্বশীলরা ?
সাগর চৌধুরীঃ আজ সোমবার (১২ ফেব্রুয়ারী ২০২৪) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার এসি ল্যান্ড অফিসে বরিবার দিবাগত গভীর রাতে জানালা ভেঙ্গে গ্রীল কেটে চুরি হয়েছে। চুরি হওয়ার বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করে।
ঘটনাস্থলে আজ সকালে গিয়ে দেখা যায়, অফিসের
আলমারি, আলমারী ড্রয়ার, টেবিল ড্রয়ার ভেঙ্গে মূল্যবান কাগজপত্র ও ভিপি সম্পত্তির লিজমানি আদায়ের টাকা, এবং কাচিয়া ইউনিয়নের ১৪৪/৪৫ ধারার লিজ মানী আদায়ের টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়াও প্রধান সহকারী খন্দকার তারেকুল ইসলামের আলমারি ভেঙ্গে ভিপি লিজমানী আদায়ের অর্থ নিয়ে যান।
অনুমান মতে, রাতের দুইটা থেকে তিনটার মধ্যে চুরি হয়েছে,এমনটাই দাবী করছে অফিস স্টাফরা।
তবে, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার এসি ল্যান্ড অফিসে চুরির ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তারা অনেকেই বলছে, যেখানে সরকারের খুবই গুরুত্বপূর্ণ এসি ল্যান্ড অফিসের নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে সাধারণ জনগনের নিরাপত্তা কিভাবে দিবে এখানকার দায়িত্বশীলরা ? ইতিহাসে বিরল ঘটনাটি আইনশৃঙ্খলা অবনতি পরিলক্ষিত হয়েছে।
দায়িত্বশীলদের বক্তব্য জানার চেষ্টা চলছে। দায়িত্বশীলরা বক্তব্য দিতে বিব্রত বোধ করছেন।
বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত oc তদন্ত আলাউদ্দিন জানান, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে গিয়েছি। জানালার গ্রীল ভাঙ্গা দেখেছি, ড্রয়ার ভাঙ্গা দেখেছি, এসি ল্যান্ড স্যারের সাথে কথা হয়েছে।
অপর এক প্রশ্নে আলাউদ্দিন জানান, কি কি আলামত চুরি হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন নি। বিষয়টি স্পর্শ কাতর তদন্তের স্বার্থে আমরা বলছি না।
ভোলা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,আরিফুজ্জামান এর কাছে বোরহানউদ্দিন এসি ল্যান্ড অফিসে গ্রীল কেটে চুরি হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চুরি হওয়ার বিষয়ে আজ সকালে অবগত হয়েছি। আমি ইতোমধ্যেই এডিসি রেভিনিওকে বিষয়টি সম্পর্কে বলেছি। তিনি যথাযথ পদক্ষেপ নিবেন।
অপর এক প্রশ্নের জবাবে আরিফুজ্জামান বলেন, হ্যাঁ। বোরহানউদ্দিন থানায় এখনো লিখিত অভিযোগ হয় নি। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেছি, থানায় লিখিত অভিযোগ দিতে।