উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে থাকছে না নৌকা প্রতিক

Picsart_23-11-05_18-57-15-902.jpg

বিশেষ প্রতিবেদকঃ আজ সোমবার (২২ জানুয়ারি ২০২৪) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেরিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, উপজেলা নির্বাচনের পাশাপাশি সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনেও দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন, এমনকি পৌরসভা নির্বাচনেও কোনো প্রতীকে নির্বাচন করবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, গণতন্ত্রের ধারা অব্যহত রাখতে সব নির্বাচনে অংশ নেবে, তবে স্থানীয় সরকারে সরাসরি নৌকা প্রতীক দেওয়া হবে না।

আরও সংবাদ পড়ুন।

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের ভবিষ্যতের জন্য জরুরি ছিল – এডিবি

আরও সংবাদ পড়ুন।

শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

আরও সংবাদ পড়ুন।

শেখ হাসিনা ৫ম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন – গঠন করলেন ৩৭ সদস্যের মন্ত্রিসভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top