প্রত্যাবর্তন – শাহানা সিরাজী
জুতোর ফিতা শক্ত করে বাঁধো
পা রাখো দেখে দেখে নইলে হোঁচট খাবে;
শেষে দোষ দেবে রাস্তাকেই…
মৌলিক আগুনে যে একবার পোড়ে
প্রাত্যহিক আগুন তাকে স্পর্শ করে না
ভেজাল খাবার যেমন অস্বাস্থ্যকর
তেমনি ভেজাল আগুনেও সোনা পোড়ে না
আমার কানে সোনার দুল
তাই ওসব ভেজাল আগুনে ভয় নেই
সব ঢেউ যেমন পাড় ভাঙে না
সব মেঘেও বৃষ্টি হয় না
চারদিক কাঁপিয়ে হাঁকডাক দিতে পারে
বৃষ্টি আসে না
গ্রামীনজীবন একে বলে” ডাক দেয়া ”
ডাক কানে আসে সুর ওঠে-
আমার বুকে বিশুদ্ধ সুর ঘুমায়
তাই ওসব হাকঁডাক তুচ্ছ
যেতে পারো যতো দূর ইচ্ছে
কিন্তু জানি ১০ জানুয়ারির মতো প্রত্যাবর্তন হবেই….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই, মুন্সীগঞ্জ