জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সেগুনবাগিচা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে – দুদকের অভিযান

IMG-20231219-WA00271.jpg

প্রত্যেকটি নথির দ্বৈত নথি খোলা এবং নথিতে সকল রেকর্ডপত্র না রেখে গ্রাহককে হয়রানীর তথ্যের সত্যতা পাওয়া গেছে। গৃহায়ন কর্তৃপক্ষের নিকট এ সম্পর্কীত রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

সাগর চৌধুরীঃ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সেগুনবাগিচা, ঢাকা এর কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের প্লট হস্তান্তরের অনুমতি প্রদানে দীর্ঘ সূত্রিতা ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয় হতে একটি অভিযান পরিচালনা করা হয়।

দুদক টিম উক্ত কর্তৃপক্ষের চেয়ারম্যান এর সাথে সাক্ষাত করে অভিযোগের বিষয় জানানো হয়।

পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) এর সাথে টিম কাজ করে। অভিযোগ সংশ্লিষ্ট নথিটি ১ বছরের অধিক কাল (নভেম্বর, ২০২২ হতে বর্তমান) ধরে পেন্ডিং অবস্থায় পাওয়া যায়।

একই ধরণের নামজারী ও বিক্রয় অনুমোদন গ্রহণের অনেক আবেদন অনিষ্পন্ন হয়ে পড়ে আছে মর্মে অভিযানকালে পাওয়া যায়।

এছাড়া প্রত্যেকটি নথির দ্বৈত নথি খোলা এবং নথিতে সকল রেকর্ডপত্র না রেখে গ্রাহককে হয়রানীর তথ্যের সত্যতা পাওয়া গেছে।

গৃহায়ন কর্তৃপক্ষের নিকট এ সম্পর্কীত রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।

আরও সংবাদ পড়ুন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঘুসের অভিযোগ – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিজি আশরাফুল আলম ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা

আরও সংবাদ পড়ুন।

গণপূর্ত অধিদপ্তরের ১০৩ প্রকৌশলী দুর্নীতির সন্দেহে নজরদারিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top