শেখ হাসিনা সরকার পতনের একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী রোববার (৩ ডিসেম্বর ২০২৩) ও সোমবার ( ৪ ডিসেম্বর ২০২৩) সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে।
বিশেষ প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এক কর্মসূচি ঘোষণা করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শেখ হাসিনা সরকার পতনের একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী রোববার (৩ ডিসেম্বর ২০২৩) ও সোমবার ( ৪ ডিসেম্বর ২০২৩) সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। তাদের চলমান আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে।
এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে বিএনপি।
মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এরপর ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি। তবে ২১ নভেম্বর বিরতি দিয়ে আবার ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ পালন শেষে রোববার ও সোমবার দুইদিনের ফের অবরোধের ডাক দেয় দলটি। সর্বশেষ ২৮ নভেম্বর বিরতি দিয়ে অষ্টম দফায় ২৯ নভেম্বর অবরোধ এবং ৩০ নভেম্বর হরতাল পালনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আরও সংবাদ পড়ুন।
জাতিসংঘ খালেদা জিয়াকে বন্দি হিসেবে দেখছে – মুক্তি দিতে শেখ হাসিনাকে চিঠি
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।