আজ সন্ধ্যায় তফশিল ঘোষণা করবেন – প্রধান নির্বাচন কমিশনার

Picsart_23-11-15_11-33-58-057.jpg

আজ সন্ধ্যায় তফশিল ঘোষণা করবেন – প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন প্রতিবেদকঃ আজ সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। আজ বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

তিনি বলেন, তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনাররা আজ বিকাল ৫টায় বৈঠকে বসবেন এবং এর পর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।

তফশিল ঘোষণা কেন্দ্র করে ইসি ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি ইসিতে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকেই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসি ভবনের সামনে চার টিমের পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, যা আগে ছিল না। এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশের কাছে উপযুক্ত প্রমাণসাপেক্ষে ভেতরে প্রবেশ করতে হচ্ছে।

পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পর পরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। সারাদেশে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। ডিসেম্বরের শেষ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও সংবাদ পড়ুন।

দু-একদিনের মধ্যে তফশিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

আরও সংবাদ পড়ুন।

গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি, ডিসি-এসপিদের সিইসি

আরও সংবাদ পড়ুন।

জানুয়ারির মধ্যে নির্বাচন – নইলে অরাজকতা হবে – ইসি আলমগীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top