বোরহানউদ্দিনে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

Picsart_23-02-04_20-17-36-340.jpg

বোরহানউদ্দিনে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

সাগর চৌধুরীঃ বোরহানউদ্দিনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ব্যাপক হারে রুপালি ইলিশ ধরা পড়ছে। জেলে পল্লীগুলোতে আনন্দের ছোঁয়া লেগেছে।
প্রতিদিনই কয়েক হাজার টাকার মাছ বিক্রি করছে জেলেরা। বড় বড় নৌকায় আরও বেশী ইলিশ বিক্রী করছে।

বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন মাছ ঘাটেও ব্যাপক ইলিশের কথা জানা গেছে। হাকিমুদ্দিন মাছ ঘাটের মাছ ব্যবসায়ী কবির পাটোয়ারী বলেন, কয়দিন ধরে ইলিশ ধরা পড়ছে। এই ঘাটেই জেলেরা মাছ নিয়ে আসছে, গতবারের চেয়ে এবার দামও একটু বেশী।

বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের সিরাজগঞ্জ মাছ ঘাটের আমিন মাঝি বলেন, আগের চেয়ে এখন ইলিশ মাছ ধরা পড়ছে বেশী। আল্লাহ মুখ তুলে না তাকালে এখাকার মাঝিরা ধারদেনা করে নদীতে নেমেছে, ওদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। ভাই আপনারা দোয়া করবেন, যেন চালান ও ব্যবসা নিয়ে ঘরে উঠতে পারে।

হাসাননগর ইউনিয়নের খাসমহল মাছঘাটের মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মেম্বার বলেন, কয়েকদিন ধরে নদীতে ইলিশ ধরা পড়ছে। আগের মাছের ব্যবসায় লাভ হলেও গতকয়েক বছর জেলের খাবার আর তেল খরচই ওঠে না। এবার যদি আল্লাহ মুখ তুলে তাকায় তবে, জেলেরা ধারদেনা কাটিয়ে উঠতে পারবো।

দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার সিমানা এছাকমোড় মাছ ঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, ইলিশ মাছ ধরা পড়ছে গতকয়েক দিন। গতকয়েক মাস তো এমন মাছ পড়েনি। আশা করি কম বেশি সবারই জালে ইলিশ মাছ পড়ছে।

তেতুলিয়া নদীর গংগাপুর মাছঘাটের ইলিশ আহরনও বেড়েছে। তেতুলিয়া নদীতে জেলেরাও বেশ খুশি। নদীর তীরের জেলে পল্লীগুলোতে আনন্দের রেশ বয়ে যাচ্ছে।

এদিকে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও নদীর পানির বেড়ে যাওয়া দর সঙ্গে সঙ্গে জেলেদের জালে ইলিম ধরা পড়ছে।

গংগাপুর মাছঘাটের মাঝি আমিনুল ইসলাম বলেন, এই বছরের মধ্যে গতকয়েক দিন ধরে ইলিশ মাছ বেশি। গতবছরের চেয়ে এবার অবশ্য দাম বেশী হওয়ার কারণে কিছুটা হলেও জেলেরা পুষিয়ে নিচ্ছে। তবে, দাদন আর তেলের দামের সাথে পাল্লা দিয়ে জেলেরা হিমশিম খাচ্ছে।

আড়ৎদারা বলেন, আগের চেয়ে মাছ বেশি হলেও বরিশাল এবং ঢাকার আড়ৎদারি করে লোকসান গুনতে হয়েছে গতকয়েক বছর। যদি এবার পোষানো যায়।

গংগাপুর ইউনিয়নের তেতুলিয়া নদীতে ইলিশ মাছের সাভার ব্যবসায়ী কালাম বদ্দার বলেন, লোকসান দিতে দিতে পথের ফকির হওয়ার জোগাড়। ইলিশ ধরা পড়ছে জালে। আল্লাহ যদি মুখ তুলে তাকায় তাহলে ব্যবসা হওয়ার আশায় আছি।

আরও সংবাদ পড়ুন।

ভোলায় তাসরিফ-১ লঞ্চ থেকে ৯ হাজার কেজি মাছ জব্দ করেছে – কোস্টগার্ড

আরও সংবাদ পড়ুন।

ভোলার মনপুরার ১ কোটি টাকার জাল পোড়ানো হয়।

আরও সংবাদ পড়ুন।

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top