সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে

Picsart_23-01-19_14-52-09-600.jpg

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে

বিশেষ প্রতিবেদকঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। মূল বেতনের পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।

আশা করি, অর্থমন্ত্রী এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব। 

আরও সংবাদ পড়ুন।

সিটি করপোরেশন নির্বাচন প্রমাণ করেছে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে – প্রধানমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

জেনেভা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

বাংলাদেশকে কেউ আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top