ইউনূসের কর ফাঁকি প্রমাণিত; এনবিআরকে ১২ কোটি টাকা দিতে হবে
আদালত প্রতিবেদকঃ ১২ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে ড. ইউনূসকে এনবিআরকে ১২ কোটি টাকা পরিশোধ করতেই হবে।
আজ বুধবার (৩১ মে২০২৩) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ২০১১-১২ থেকে ২০১৩-১৪ এই তিন অর্থবছরে নিজের নামে গঠিত দুটি ট্রাস্ট্র ও একটি প্রতিষ্ঠানে ৭৭ কোটি ৩৯ লাখ টাকা স্থানান্তর করেছেন।
আয়কর নথিতে বলা হয়েছে, এই টাকা মৃত্যুভীতি থেকে ওই প্রতিষ্ঠানে দান করেন ড. ইউনূস।
আজ বুধবার উচ্চ আদালত বলেন, ব্যক্তি ও পারিবারিক স্বার্থে ট্রাস্ট গঠন করেছেন ড.ইউনূস, মৃত্যুভীতি থেকে সেই ট্রাস্টে টাকা দান অকল্পনীয়। ফলে দানকর অব্যাহতি পাবেন না তিনি। পরিশোধ করতে হবে রাষ্ট্রের পাওনা প্রায় ১২ কোটি টাকা।
রায়ে বলা হয়, তিন মামলায় ড. ইউনূসের কর ফাঁকির অভিযোগ প্রমাণিত।
এই নোবেল জয়ীর আইনজীবী জানান, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে দেশের বাইরে থাকা ইউনূসের সঙ্গে আলোচনা করে নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
ইউনূসের বিরুদ্ধে আরো তিনটি প্রতিষ্ঠানের প্রায় ১১শ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে উচ্চ আদালতে। এছাড়া গ্রামীণ টেলিকমের শ্রমিক-কল্যাণ ট্রাস্টের ২৫ কোটি ২২ লাখ আত্মসাতের দায়ে ইউনূসকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেছে দুদক।
আরও সংবাদ পড়ুন।
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
দুর্নীতি প্রমাণিত হলে এক মিনিটও অপেক্ষা করবো না – প্রধান বিচারপতি