বিটিআরসি – মোবাইল ডেটার সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নির্ধারণ করবে

Picsart_23-05-30_22-38-37-937.jpg

বিটিআরসি – মোবাইল ডেটার সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নির্ধারণ করবে  

বিশেষ প্রতিবেদকঃ আজ মঙ্গলবার (৩০ মে২০২৩) মোবাইল ডেটার সর্বোচ্চ ও সর্বনিম্ন দর নির্ধারণ করে দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একইসাথে মোবাইল সেবাদাতা অপারেটরগুলোর দেওয়া বিভিন্ন প্যাকেজের মোট সংখ্যা কমিয়ে অর্ধেক করবে সংস্থাটি। রাজধানীতে স্টেকহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসি’র কর্মকর্তারা।

গত বছরের সেপ্টেম্বর মাসে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ‘এক দেশ, এক রেট’-এর আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট বাজারের জন্য এ ধরনের কোনো দর নির্ধারণ করা হয়নি।

ইন্টারনেটের দাম ও গতি পর্যালোচনা করা ব্রিটিশ সংস্থা ক্যাবল ডটকো ডটইউকে-এর ‘ওয়ার্ল্ডওয়াইড মোবাইল ডেটা প্রাইসিং ২০২২’-এ বিশ্বব্যাপী কম দামে ডেটা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। এ তালিকায় ভারত ৫ম, নেপাল ১০ম, শ্রীলঙ্কা ১১তম, পাকিস্তান ১৩তম, ভুটান ১৯তম, আফগানিস্তান ৬৪তম ও মালদ্বীপ ১৪৫তম।

আরও সংবাদ পড়ুন।

আমরাও ফাইভজি চালু করেছি – সজীব ওয়াজেদ জয়

আরও সংবাদ পড়ুন।

ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ – সজীব ওয়াজেদ জয়

আরও সংবাদ পড়ুন।

প্রযুক্তি খাতে বিশ্ব নেতৃত্বে জায়গা করে নেবে বাংলাদেশ – জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top