ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আরএমও শারমিন হককে তলব করেছে হাইকোর্ট
আইন ও আদালত প্রতিবেদকঃ এক কিশোরীর ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্টের তথ্যে অসঙ্গতি থাকায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ধর্ষণ মামলার আসামি সুমন মিয়ার জামিন শুনানিকালে মেডিকেল রিপোর্টে অসঙ্গতি থাকার বিষয়টি নজরে পড়ে। এজন্য ব্যাখ্যা চেয়ে ডা. শারমিন হককে তলব করেন হাইকোর্ট।
আদালতে আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আলী আহসান।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।
তবে, সচেতন মহল বলেন” এমন অনেক নারী ডাক্তার আছেন। যারা টাকার বিনিময়ে নারী হয়ে একজন নারীর বিরুদ্ধে রির্পোট দেন। ধিক্কার জানাই এমন ঘুষখোর ডাক্তারদের।”
আইনজীবী শরিফ উদ্দিন বলেন, এর আগেও জেলা ও উপজেলায় মহিলা ডাক্তারদের বিষয়ে এমন অভিযোগ শুনেছি। ডাঃ হয়ে এমন কাজ করা কতটুকু মানায়?