বোরহানউদ্দিনে টবগী ইউনিয়নের দৌলতখান রাস্তার মাথায় গতিরোধক এর জন্য মানববন্ধন

Picsart_23-05-27_19-25-10-111.jpg

বোরহানউদ্দিনে টবগী ইউনিয়নের দৌলতখান রাস্তার মাথায় গতিরোধক এর জন্য মানববন্ধন

সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তারমাথা (টবগী ইউনিয়ন ৩নং এয়ার্ডে) ভোলা চরফ্যাশন হাইওয়ে রাস্তায় গতি রোধক দেওয়ার জন্য মানব বন্ধন করেন স্থানীয়রা।

আজ শনিবার (২৭ মে২০২৩) বিকালে উত্তর টবগী সরকারি প্রথমিক বিদ্যালয়ের ২৬০ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্থানীয় মসজিদের মোয়াজিন, ইমাম, স্থানীয় মকতবের মাওলানা আজকের মানব বন্ধনে অংশ গ্রহন করেন।

আজকের মানববন্ধনে বক্ততারা বলেন, এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঈদগাহ, মকতব ছোট ছোট বাচ্ছারা এই ব্যস্থতম সড়কটি পার হয়ে পড়তে যায়। তাছাড়া বৃদ্ধ ও অসুস্থ রোগীরা রাস্তা পার হয়।

এই রাস্তায় ইতোমধ্যে ৫ম শ্রেনীর ছাত্র হুমায়ুন কবীর সড়ক দুর্ঘটনায় মারা যায়, ৪র্থ শ্রেনীর ছাত্রী সাথী নামের স্কুল ছাত্রীটি সড়ক দুর্ঘটনায় আঘাত পেয়ে পঙ্গুত্ব বরণ করে, মিত্যুর মুখ থেকে ফিরে এসেছে সাদিয়া আক্তার নামের আরেক ৫ম শ্রেনীর ছাত্রী।

এখানকার অনেক বাচ্ছারা রাস্তা পার হতে গিয়ে সড়ক দূর্ঘটনায় পড়ে, সাধারন মানুষ রাস্তা পারাপার হতে গিয়ে দূর্ঘটনায় পরে কিন্তু এখানে যদি একটি গতিরোধক দেওয়া হয়। তবে, উচ্চগতির যানবাহনগুলো গতিরোধকের জন্য কম গতিতে চলবে, সড়ক দূর্ঘটনা কম হবে, স্কুলের শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি ফিরবে।

পরিতাপের বিষয়, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বার বার লিখিত এবং মৌখিক ভাবে বলেও বিষয়টি গুরুত্ব পায় নি।

বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলীকেও লিখিত এবং মৌখিক ভাবে বার বার বলা হয়েছে।

ভিডিও দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top