দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নে মনির অন্যের বউ নিয়ে লাপাত্তা;আরজু বেগম পালিয়েছে দুই সন্তান রেখে
দৌলতখান প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভি গ্রামের নূরে আলম পিতাঃ মৃত আবদুল খালেক এর স্ত্রী আরজু বেগম অবৈধভাবে দুইজন ৪ বছর বয়সী বাচ্চা রেখে, মনির পিতাঃ ইয়াকুব আলী ৯নং ওয়ার্ড, সৈয়দপুর এর সাথে পালিয়ে যায়।
এই ঘটনা এলাকায় আলোড়ন তৈরি করে। সবার মুখে মুখে রটনা রটে।
সৈয়দপুর ইউনিয়নের চরশুভি গ্রামের নূরে আলম অভিযোগ করেন। স্থানীয় মহলে বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে লিখিত ভাবে বিচার চাইলেও সৈয়দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিচার করতে অপারগতা প্রকাশ করেন, অভিযোগ করেন ভুক্তভোগী।
চরশুভি গ্রামের নূরে আলম বলেন, আমার চার বছর বয়সী দুটি বাচ্চা, একটি বাচ্চা রেখে, অন্যটি নিয়ে চলে গেছে। আমার ঘরের আসবাবপত্র, নগদ দুই লক্ষ টাকা এবং স্বর্ন অলঙ্কার নিয়ে যায়। আমি আমার টাকা পয়সা ও স্বর্ন অলঙ্কার ফিরে পেতে চাই। আমি সঠিক বিচার চাই।
স্থানীয়রা অভিযোগ করেন, মনির এর আগেও একাধিক নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িত ছিলেন। সামাজিক কাঠামো ভেঙ্গে এমন ঘটনা তিনি ইতোমধ্যে একাধিক বার ঘটিয়েছেন। স্থানীয় ময়মুরুব্বি, মেম্বার ও চেয়ারম্যানের কথা ও শুনছেন না।
এলাকাবাসী এর কঠোর ও কঠিন বিচার চায়।
আরও সংবাদ পড়ুন।