মন – কামরুন নাহার সিদ্দীকা
মনটা যে প্রজাপতি এক
যখন তখন
এদিক ওদিক উড়ে উড়ে
যায় কোথায় ঘুরে ফিরে!
পথ ভুলে যায় অচিনপুরে
রাশি রাশি স্বপ্ন দেখে
সারা গায়ে সুখের পরাগ মাখে
আবীর রাঙা ভোর যেন ডাকে।
সেদিন গেল পোড়ো বাড়ি
খুলল বসে দুঃখের ঝাঁপি
কষ্ট তার আকাশ জোড়া
রঙিন পাখায় কালো ছায়া
হালকা পলকা মেঘেরা জমে
বেদনা ভারী হয়ে আসে,
শিশির হয়ে অলক্ষে
টুপ করে যায় ঝরে ।
এঘর ওঘর করে শেষে
প্রজাপতি স্মৃতির নায়ে ভীড়ে
নানা রঙের দিনগুলি যে
পেছন থেকে ডাকে
হারিয়ে গেছে সবুজ মায়া
মাঠ পেরিয়ে ছবির মত গাঁ
তার পাশে এক ছোট্ট নদী।
অমন একলা এক নদী
বুকের মাঝে বইছে নিরবধি
সেই প্রজাপতিটা জলের কোলে
দুঃখ মোছে, অভিমান ভুলে
আবার ওড়ে আলোর খোঁজে ।।
৩০.০১.২০২২
কামরুন নাহার সিদ্দীকা
কবি ও সরকারি কর্মকর্তা।