ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ

Picsart_22-01-30_15-56-51-807.jpg

ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ

বিশেষ প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এর গেজেট প্রকাশ করেছে সরকার। সংসদে পাস হওয়ার পর গতকাল শনিবার (২৯ জানুয়ারি) এই বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বাক্ষর করেন।

আজ রবিবার (৩০ জানুয়ারি) ওই আইনের গেজেট প্রকাশ হয়। গত বৃহস্পতিবার এ বিল অনুমোদন দেয় দেশের আইনসভা জাতীয় সংসদ। জানা গেছে, আজকালের মধ্যে সার্চ কমিটির ঘোষণাও আসতে পারে।

আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের এই অনুসন্ধান কমিটি হবে। কমিটি আইনে বর্ণিত যোগ্যতা বিবেচনা করে ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতিকে। সেই কমিশনের অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top