লালমোহনে চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা; জেলা জুড়ে নিন্দা ও প্রতিবাদ

Picsart_23-04-15_13-40-32-002-scaled.jpg

ভোলা জেলার লালমোহন উপজেলা চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা; সারাজেলা জুড়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

সাগর চৌধুরীঃ ভোলা জেলার লালমোহন উপজেলার; লালমোহন প্রেসক্লাবের চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন, ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ।

সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় “বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব” সহ স্থানীয় একাধিক সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

তবে, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের করা মামলায় এখনো কোন সাংবাদিক আটক না হলেও আটক আতঙ্কে দিন কাটছে।

বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে, লালমোহন উপজেলা প্রেসক্লাবের একাধিক সদস্য অভিযোগ করেন, অন্যায়ের বিরুদ্ধে লালমোহন প্রেসক্লাবের সদস্যরা সংবাদ করছে। ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ সম্প্রতি কিছু বিতর্কিত কর্মকান্ড করেন। সেই সকল কাজের সংবাদ করার কারনেই তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন।

তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’র সদস্যরা এই বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান এবং নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, মামলা করেছে ভালো কথা! কিন্তু ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ যে অপরাধ করেছেন! সেগুলোর বিচার হওয়া উচিৎ।

আরও সংবাদ পড়ুন।

যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আরও সংবাদ পড়ুন।

শেখ হাসিনার পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন – নূর নবী চৌধুরী শাওন এমপি

আরও সংবাদ পড়ুন।

লালমোহনে আজিজিয়া এতিমখানা ও মাদ্রাসার সভাপতি’র বিরুদ্ধে দুদকের অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top