লালমোহনে আজিজিয়া এতিমখানা ও মাদ্রাসার সভাপতি’র বিরুদ্ধে দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ ভোলা জেলার লালমোহন উপজেলার আজিজিয়া এতিমখানা ও মাদ্রাসা এর সভাপতির বিরুদ্ধে এতিমদের অনুকূলে সরকারি বরাদ্দ এনে আত্মসাৎ এর অভিযোগে – দুদক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
জানুয়ারি-জুন ২০২২ মেয়াদে ৩৫ জন এতিমের জন্য চার লক্ষ বিশ হাজার টাকা বরাদ্দ প্রাপ্ত হয়েছে কিন্তু বাস্তবে ২০ জনকে উপস্থিত পাওয়া যায়।
এ বিষয়ে সভাপতি জানান, কয়েকজন ছুটিতে রয়েছে। এছাড়াও বিভিন্ন কমিটি এবং উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক পরিদর্শন কালে মাদ্রাসার অন্যান্য ছাত্রকে এতিম দেখানো হয়।
দুদকের কমিটির পরিদর্শনে এতিমের সংখ্যা প্রাপ্তির বিষয়ে ভিন্নতা পরীলক্ষিত হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান,এমতাবস্থায় ঝটিকা পরিদর্শনের মাধ্যমে বেসরকারি এতিমখানা নীতিমালা-১৫ এর আলোকে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে মর্মে টিম মনে করে।