দৌলতখানে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৩

Picsart_22-12-18_12-05-39-105.jpg

দৌলতখানে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৩

উপজেলা প্রতিনিধিঃ ভোলায় যাত্রীবাহী বাস চাপায় কলেজের দুই ছাত্রীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে।
আজ শুক্রবার (১৭ মার্চ২০২৩) সকালের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওতোরউদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চালক আব্দুল কাদের গুরুতর আহত হয়েছে।

স্থানীয়দের জানান, দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)। নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকা থেকে একটি ব্যাটারীচালিত অটোরিকশায় তিন যাত্রী বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন যাত্রী নিহত হয়। এ সময় অটোচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহত শিখা ও রিমার পরিবার জানায়, শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এরা দুই জন অটোরিকশা যোগে কলেজে যাচ্ছিলেন। এসময় বাংলা বাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় তাদের অটোরিকশাটিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। এতে এরা দুইজনসহ অটোতে থাকা আরও এক যাত্রী নিহত হয়।

দৌলতখান থানার ওসি মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত ও এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভোলা মালিক সমিতির বাস ও এর চালককে আটক করা হয়েছে, জানিয়েছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top