এছাকমোড় (সাতবাড়িয়া) মাছঘাটে অবাধে বিক্রী হচ্ছে ইলিশের জাটকা – প্রশাসন নিরব
উপজেলা প্রতিনিধিঃ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সিমানায় এছাকমোড় (সাতবাড়িয়া) মাছঘাটে অবাধে ইলিশের জাটকা বিক্রি হচ্ছে প্রতিনিয়ত।
সরকারের নিষিদ্ধ অবৈধ ইলিশ মাছের পোনা বা জাটকা ধরা, বিক্রি, খাওয়া এবং পরিবহন অবৈধ। সরকারি আইনে জেল ও জরিমানা’র বিধান থাকলেও স্থানীয় মৎস্য সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।
এছাকমোড় (সাতবাড়িয়া) মাছঘাটে সকাল বিকাল দু’বেলাতেই অবাধে বিক্রী হচ্ছে ইলিশের জাটকা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শতমন ইলিশের জাটকা বিক্রি হয় এইঘাটে।
এখানের মাঝিরা শত শত নৌকায় অবৈধভাবে অবৈধ জালে ধরছে ইলিশের জাটকা। মেঘনা নদীতে জাটকা নিধন অপরাধ হলেও প্রশাসনের পদক্ষেপ নেই। উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের কোন তদারকি নেই।
অবাধে জাটকা নিধন অপরাধ হলেও স্থানীয় পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা।
এক্ষুনি ইলিশের জাটকা নিধন বন্ধ না হলে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে না এলে, ইলিশ মাছ রক্ষায় সরকারের যে পদক্ষেপ তা ভন্ডুল হবে।