মেঘনা রিভার ইকোপার্ক পরিদর্শন করেন নিখিল রঞ্জন রায়।

PicsArt_08-06-04.42.49.jpg

মেঘনা রিভার ইকোপার্ক পরিদর্শন করেন নিখিল রঞ্জন রায়।

আজ সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলার মেঘনা রিভার ইকোপার্কের উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব জনাব নিখিল রঞ্জন রায়।

এসময় তার সঙ্গে ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদদূস, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদদূস বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে মেঘনা রিভার ইকোপার্কের জন্য বত্রিশ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছে। বরাদ্ধকৃত অর্থ অর্থ দিয়ে বাউন্ডারী ওয়াল এবং ১নং গেইট, ২০ টি বসার বেঞ্চ, গোলঘড়, খেলনা ইনস্ট্রুমেন্ট ও টিউবওয়েল তৈরী করা হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নিখিল রঞ্জন রায় বলেন… ভিডিও বক্তব্য….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top