প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন – আলী আজম মুকুল এমপি
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের অগ্রগতি দেখতে আসেন, আলী আজম মুকুল এমপি, ভোলা – ২।
হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে সরকারের ব্লক ও বেড়ীবাঁধের কাজ চলছে। বেশ কয়েকটি প্রজক্টে বাংলাদেশ সরকারের পানি উন্নায়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে কাজ এগিয়ে যাচ্ছে।
ব্লক ও বেড়ীবাঁধে আলী আজম মুকুল এমপি, ঠিকদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শ্রমিকদের সাথে কাজের মান নিয়ে কথা বলেন। স্থানীয়দের কাছে জানতে চান, উন্নয়ন মুলক কাজের মান কেমন?
ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজে নিম্নমানের সামগ্রী তৈরী করছে কি না? ব্লকের পাথর ও সিমেন্টের কোন রকম অনিয়ম আছে কি না?
তখন স্থানীয়রা কাজের মান সন্তোষজনক বলে জানায়।
এসময় বিভিন্ন প্রকল্পের কাজ ঘুরে ঘুরে দেখেন – আলী আজম মুকুল।
মেঘনা নদীর তীরে ব্লক ও বেড়ীবাঁধের উন্নয়ন মুলক কাজ দেখতে এমপি এসেছেন শুনে, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাও কর্মীরা আসেন।
এসময়ে উপস্থিত হন, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার, হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী, মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ি’র ওসি মোঃ শরিফুল ইসলাম, টবগী ইউনিয়ন যুবলীগের সভাপতি, উজ্জ্বল হাওলাদার সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।
প্রকল্পের কাজ দেখা শেষ করে তিনি গণমাধ্যমে বক্তব্য রাখেন, তিনি বলেন, বিশ্বমানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে আমার কথা হয়েছে।