প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রশ্নে হাইকোর্টের রুল

Picsart_22-08-17_17-29-51-095.jpg

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রশ্নে হাইকোর্টের রুল

আদালত প্রতিবেদকঃ সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোঃ সোহরাওয়ারদীর নেতৃত্বে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

এর আগে গত বৃহস্পতিবার ১০ নভেম্বর জয়পুরহাটের প্রাথমিকের সহকারী শিক্ষক মোঃ মাহববুর রহমানসহ বিভিন্ন জেলার ১৫ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন। রিটে তারা ১০ম গ্রেড দেয়ার নির্দেশনা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top