রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা’য় কর্মরত আনসার ও আয়াদের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সিরিয়াল পাইয়ে দেওয়াসহ অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি অভিযান পরিচালিত হয়েছে।
আজ রবিবার (৩০অক্টেম্বর২০২২)দুদকের প্রধান কার্যালয়ের দুই জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম ছদ্মবেশে ক্যান্সার রোগীদের সাথে সেখানে কর্মরত আনসার ও আয়াদের খাদ্য বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং টাকার বিনিময়ে ডাক্তারদের সিরিয়াল পাইয়ে দেয়াসহ বেশ কিছু অনিয়ম টিমের নজরে আসে।
পরবর্তীতে অনিয়মের বিষয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা’র পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে টিম কথা বলে।
হাসপাতাল পরিচালক সেবা বিঘ্নকারী কর্মচারীদের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে টিমকে বলেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান,টিম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিবেদন দিবেন।