ফাতেমা’র কল্যাণে টাকা ব্যয় না করায় ময়মনসিংহের ডিসিকে শোকজ
আদালত প্রতিবেদকঃ ময়মনসিংহে ট্রাকচাপায় মা-বাবা ও বোন হারানোর সময় জন্ম নেওয়া সেই নবজাতকের কল্যাণে পাঁচ লাখ টাকা ব্যয় না করে অ্যাকাউন্ট খুলে পরিবারের অন্য সদস্যদের নামে জমা রাখার ঘটনায় ময়মনসিংহের জেলা প্রশাসককে শোকজ করেছেন হাইকোর্ট।
আগামী তিন সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে তাকে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর২০২২) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন গণমাধ্যমকে জানান, শিশুর পরিবারের অন্য সদস্যদের নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখার বিষয়টি আদালতে উপস্থাপন করেছি। শুনানি শেষে আদালত ময়মনসিংহের ডিসিকে শোকজ করেছেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক দম্পতি ও তাদের ছয় বছরের মেয়ে নিহত হয়।
মৃত্যুর আগমুহূর্তে অন্তঃসত্ত্বা মা সড়কে মেয়েসন্তান জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ফাতেমা।