তেরেসা সাঈফের রংতুলিতে প্রাণময় ক্যানভাস

মিরপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল জি এম আসাদুজ্জামান স্যারের হাতে বই তুলে দিচ্ছে প্রচ্ছদশিল্পী তেরেসা সাঈফ।

শিল্প ও সংস্কৃতি প্রতিবেদকঃ তেরেসা সাঈফ। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এন্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। কি সুন্দর তুলির আচড়!

ছবি আঁকতে ভালোবাসেন। জলরং, প্যাস্টেল এবং অ্যাক্রেলিকে রঙের বিন্যাসে প্রাণময় করে তোলে তাঁর ক্যানভাস।

তেরেসার আঁকা ছবি ফেসবুকে মাঝেমধ্যে পাবলিশ করেন তার বাবা কবি ও সাংবাদিক সাঈফ ইবনে রফিক।

সম্প্রতি প্রকাশিত সাঈফ ইবনে রফিকের গল্পের বই’ করপোরেট ছাগলটা গরু হতে চায়’-এর প্রচ্ছদ এঁকেছেন তেরেসা সাঈফ৷ তুলির আঁচড়ে এরইমধ্যে নেটিজেনদের প্রশংসা কেড়েছেন তেরেসা সাঈফ।

কবি আবু হাসান শাহরিয়ার তাকে ‘শিল্পাচার্য’ খেতাব দিয়েছেন।

তার এসকল ছবি দেখে তার বাবার সাংবাদিক বন্ধুরা ইতোমধ্যে ভূয়সী প্রশংসা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top