তুমি এই বাংলার আশার প্রদীপ – লুৎফর রহমান রিটন

Picsart_22-09-28_08-47-41-065.jpg

তুমি এই বাংলার আশার প্রদীপ – লুৎফর রহমান রিটন

[মুজিবকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে আমার নৈবেদ্য]

তুমি আছো তাই আর পাই না তো ভয়
তুমি আছো তাই নাই দ্বিধা-সংশয়।
তুমি আছো বলে ফের দেখি স্বপ্নটা
কৃষ্ণপক্ষকালে আলোকের ছটা।

তুমি আছো তাই দেখো পালায় শকুন
শিল্পীর এস্রাজে জাগরণী ধুন।
আঁকিয়ের ক্যানভাসে জাদুকরী টান
ঘরে ঘরে বেজে ওঠে মুজিবের গান।

তুমি আছো তাই মেলে কবিতারা ডানা
আকাশে তারারা পায় নতুন ঠিকানা।
হতাশায় জেগে ওঠে স্বপ্নের চর
গৃহহীন মানুষেরা খুঁজে পায় ঘর।

তুমি আছো তাই দেখি স্বপ্ন আবারও
পাতার সবুজ রঙ আরো বেশি গাঢ়।
আকাশ বাতাস নদী মৃত্তিকা ঘাসে
শেখ মুজিবের মুখ ফিরে ফিরে আসে।

তুমি আছো তাই দেশ হয় আশাবাদী
ফাঁসির দড়িতে ঝোলে যুদ্ধাপরাধী।
জাতির পিতার খুনি যথা সাজা পায়
ইতিহাস মুছে ফেলে কলংক দায়।

তুমি এই বাংলার আশার প্রদীপ
চোখের কাজল তুমি কপালের টিপ।
কবিতার পঙ্‌ক্তিতে লিখে রাখলাম–
বাংলা ও বাঙালির ভরসার নাম।

আমরাই জিতি তুমি জিতে যাও যদি
বহমান নদী তুমি বহো নিরবধি…

শুভ জন্মদিন আপা।
লুৎফর রহমান রিটন
হিউস্টন ২৭ সেপ্টেম্বর অর ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top