তজুমদ্দিনে সরকারি ঘর তৈরীতে অনিয়ম; জবাব নেই কারো!

Picsart_22-09-17_12-26-22-523.jpg

তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে চর কাঞ্চনপুর এলাকায় এভাবে সরকারের বরাদ্দ নয়ছয় করেছে, দায়িত্বে থাকা কর্মকর্তারা। তজুমদ্দিনে সরকারি ঘর তৈরীতে অনিয়মেের অভিযোগ দীর্ঘদিনের কিন্তু জবাব নেই কারো! এমনকি এই বিষয়ে জানতে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যান তজুমদ্দিন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জেলা প্রতিনিধিঃ ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় সরকারের আশ্রায়ন প্রকরল্পের কাজের ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। ঘরগুলো তৈরিতে সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা সহ অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সরকারি ঘরের এমন বেহাল দশার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে স্থানীয়দের মাঝে চাপাক্ষোভ দেখা দিয়েছে। সরকারের বরাদ্দ নয়ছয় করে আত্মসাৎ করেছেন কর্মকর্তারা। কিন্তু প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিচ্ছে না।

স্থানীয় সচেতন মহল বিষয়টি সম্পর্কে জানতে ও জানাতে গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করছে। কিন্তু এতদিন হলেও সরকারের বরাদ্দ নয়ছয় করার অভিযোগ আরও জোড়ালো হচ্ছে।

নদীর তীরের ঘর তৈরীতে জমি নির্বাচনে অনিয়ম, নির্বাচিত জমিতে ঘর তৈরীতে সরঞ্জাম সরবরাহে অনিয়ম, তজুমদ্দিন উপজেলায় সরকারের বরাদ্দ ঘর তৈরীতে অনিয়ম আর অনিয়ম।

তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের মিয়া বলেন, এইসব ঘর তৈরীতে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। যখন এই ঘরগুলো তৈরি করে তখন আমি চেয়ারম্যান ছিলাম না।

ঘর তৈরীতে অনিয়মের বিষয়ে জানতে তজুমদ্দিন উপজেলা uno সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, পরিক্ষা কেন্দ্রে আছি। পরে আপনাকে ফোন করব।

ভোলা জেলার জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করতে একাধিক বার চেষ্টা করেও ব্যস্থ পাওয়া গেছে, জেলা প্রশাসকের মুঠোফোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top