পটুয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিভিন্ন অভিযোগে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ বিভিন্ন অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ে প্রাপ্ত অভিযোগ ও তদসংশ্লিষ্ট নির্দেশনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর২০২২)
দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, পটুয়াখালীর দায়িত্বপ্রাপ্ত তিন জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এনফোর্সন্টে টিম আঞ্চলিক পাসপোর্ট অফিস, পটুয়াখালীতে একটি অভিযান পরিচালনা করেছে।
টিম সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহিতাদের সাথে কথা বলে পাসপোর্ট আবেদনের প্রিন্টেড কপি জমা দেওয়াসহ বিভিন্ন হয়রানি অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাৎক্ষনিক অভিযোগের কারণ উদঘাটন করে এবং সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযোগে উল্লেখিত আনসার সদস্য রাসেল-কে ইতোমধ্যে অন্যত্র বদলি করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য একাধিক দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।