দৌলতখানের “ সৈয়দপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র” টি বন্ধ! জবাব নেই দায়িত্বশীলদের!

Picsart_22-08-31_12-59-35-596-1.jpg

দৌলতখানের “ সৈয়দপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র” টি বন্ধ! জবাব নেই দায়িত্বশীলদের!

উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখান উপজেলার ৭ নং সৈয়দপুর ইউনিয়নের “ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র” টি বন্ধ! জবাব নেই দায়িত্বশীলদের!

আজ বুধবার (৩১আগষ্ট২০২২) সকালে গিয়ে দেখা যায়, স্থানীয় সেবা ভূগীরা স্বাস্থ্য সেবা নেবার জন্য এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। কারণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র” টি বন্ধ!

স্থানীয় সেবা ভোগী সাধারণ জনগনের অভিযোগ, দিনের পর দিন প্রতিষ্ঠানটি বন্ধ থাকে। স্থানীয়রা সেবা নিতে এসে কোন রকম সেবা পান না। সরকারের বরাদ্দ কৃত ওষধ চেয়েও পাওয়া যায় না। যেদিন খোলে সেদিন টাকা দিলে ঠিকই ঔষধ পাওয়া যায়।

দৌলতখান উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র’টির দায়িত্বে থাকা কর্মকর্তাও বলতে পারছেন না কেন প্রতিষ্ঠানটি বন্ধ আছে!

সৈয়দপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি বন্ধ এমন প্রশ্নে সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান, মালেক মাষ্টার ও সঠিক উত্তর দিতে পারেন নি।

সৈয়দপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটির
জমিদাতা শাজাহান পাটোয়ারী বলেন, মানুষ সেবা পাবে। এমন আশা করে জমি দিয়েছিলাম কিন্তু সেআশা পূর্ন হয় নি। জনগন কোন সেবাই পায় না। হাসপাতালটি বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top