বোরহানউদ্দিনে বড়পাতা হাজী বাড়ী কমিউনিটি ক্লিনিক বন্ধ; প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না

Picsart_22-08-06_16-32-22-636-scaled.jpg

বোরহানউদ্দিনে বড়পাতা হাজী বাড়ী কমিউনিটি ক্লিনিক বন্ধ; প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না

সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার; বড়পাতা হাজী বাড়ী কমিউনিটি ক্লিনিক, দেউলা ৪নং ওয়ার্ডে বাঘা সিদ্দিকের (সাবেক এমপি) এর বাড়ির দরজার ক্লিনিকটি বন্ধ থাকে। কেন বন্ধ থাকে?

স্থানীয় মানুষের অভিযোগ, এখানকার দায়িত্বে যারা আছেন তারা নিয়মিত অফিস করেন না। অফিসে যথাসময়ে আসেন না। যদিও কালেভাদ্রে আসেন তো ১২ টা বজার সাথে সাথেই চলে যান।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, ঔষধ চেয়েও পাওয়া যায় না। যদিও ঔষধ পাওয়া যায় তবে, ঔষধের জন্য গুনতে হয় টাকা।

যদিও সরকারি বিধানমতে ঔষধের বিনিময়ে টাকা নেওয়া অপরাধ, তারপরও এখানকার দায়িত্বে থাকা কর্মচারীগন টাকা ছাড়া ঔষধ দিচ্ছেন না। বয়োবৃদ্ধ মানুষ হাত পাতলেও ঔষধ নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু কেন ফিরিয়ে দেওয়া হয়? তাহলে সরকারের বরাদ্দ নয়ছয় করছে দায়িত্বরতরা?

তাহলে এর সাথে কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরতরা জড়িত? প্রশ্ন স্থানীয়দের।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব থাকা ডাক্তারের সাথে যোগাযোগ করতে চাইলেও, সরকারি মুঠোফোনের কল রিসিভ করেন নি। সরকারি অফিস টাইমেও তাদের পাওয়া যায় নি।

স্থানীয় সচেতন মহল বলেন, সরকারের এত এত বরাদ্দ থাকারপরও বলে ঔষধ নেই? আবার টাকা হলেই এখানে ঔষধ পাওয়া যায়!

আরও সংবাদ পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top