সয়াবিন তেলের নতুন দাম আজ থেকে কার্যকর; তেলের দাম কমবে আরও

Picsart_22-06-27_10-19-13-309.jpg

সয়াবিন তেলের নতুন দাম আজ থেকে কার্যকর;তেলের দাম কমবে আরও

বানিজ্য প্রতিবেদকঃ প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৪ টাকা কমিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে ১৮৫ টাকায় এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রির সিদ্ধান্তটি কার্যকর করেছে রিফাইনার্স প্রতিষ্ঠানগুলো।

নতুন দাম অনুযায়ী, ১ লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৬ টাকা এবং ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাম তেলের দাম ৬ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিন্ন ‍মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ কেনিটোল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তমতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে রোববার (১৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে নতুন দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতন অব্যাহত থাকলে আগামীতেও এর সুফল ভোক্তারা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top