ছাতা – শাহানা সিরাজী
ভেজাকাশ দেখলে কেন হারিয়ে যায় মন
তুমি-আমি একপাতাতে ভিজি সারাক্ষণ
দু’টি ফুলের একটি কুঁড়ি বৃষ্টি মেখে গায়
চোখে চোখে রেখেছি চোখ নূপুর বাজে পায়
যখন তুমি নরম চোখে তাকাও আমার চোখে
বৃষ্টি তখন ঝুমুরঝুমুর কে যে তারে রোখে
মেঘবালিকা দোল দিয়ে যায় মেঘেই শ্রান্তমুখ
উথাল-পাতাল মনটা দোলে তোমার অভিমুখ
বৃষ্টি পড়ে বৃষ্টি নাচে বৃষ্টি বাজায় ঢোল
বাদলা দিনের নকশা আঁকা যাবরকাটা বোল
এমনি করে পুরো শ্রাবণ কাটে অপেক্ষাতে
শাওনগুঁড়ো মুচকি হাসে ঝরবে নাকি রাতে
তোমার ছবি যায় ভেসে যায় বরষা জলের সাথে
আঁচল দিয়ে ছেঁকে তুলি মনপোড়ানো রাতে
বৃষ্টি তখন শান্তধারায় ভেজায় মনের পাতা
তুমি-আমি আর জনমে গাঁও-গ্রামের ছাতা!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।