দাম বাড়ছে আবারও ওয়াসার পানির

Picsart_22-07-08_08-57-01-030.jpg

দাম বাড়ছে আবারও ওয়াসার পানির

নগর প্রতিবেদকঃ প্রতি ইউনিট (১০০০ লিটার) পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা পরিচালনা বোর্ডের এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনায় রেখে পানির দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ বলেন, ‘পানির নতুন দাম আগামী সেপ্টেম্বর হতে কার্যকর হবে। এটা আবাসিক ও বাণিজ্যিক-দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।’

ওয়াসা সূত্রে জানা গেছে, ২০২০ সালের এপ্রিলে ও ২০২১ সালের সেপ্টেম্বর মিলে মোট দুই দফা পানির দাম বাড়ানো হয়। এ দুই দফায় আবাসিকে প্রতি ১ হাজার লিটারে পানির দাম বেড়েছিল ৩ টাকা ৬১ পয়সা (৩১ শতাংশ)। বাণিজ্যিকে বেড়েছিল ৪ টাকা ৯৬ পয়সা (১৩ শতাংশ)।

বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে ১ হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। আগামী সেপ্টেম্বর থেকে এই দামের সঙ্গে ৫ শতাংশ অতিরিক্ত যুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top