যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ৮২ কর্মকর্তা

Ban_Govt4.jpg

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ৮২ কর্মকর্তা

সাগর চৌধুরীঃ সরকারের ৮২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি আদেশে এ পদোন্নতির কথা জানিয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৭৮ জন দেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত আছেন। এ ছাড়া চারজন বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।

নয় মাস পর যুগ্ম সচিব পদে আবারও পদোন্নতি দেওয়া হলো। এর আগে গত বছরের ২৯ অক্টোবর ২১৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়।

জনপ্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয় যুগ্ম সচিব পদটিকে। নিয়ম অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাঁদের যোগদানপত্র ই–মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

আরও সংবাদ পড়ুন

জনপ্রশাসন ক্যাডারে তিন স্তরের পদোন্নতি আসছে! ১ হাজার কর্মকর্তার আমলনামা যাচাই বাছাই চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top