দুদকের হাতে ঘুষের টাকাসহ আটক সেই কর্মকর্তাকে বদলি
অপরাধ প্রতিবেদকঃ রংপুরে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হওয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। ঘটনার ছয় দিন পর তাকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বদলি করা হয়।
আজ মঙ্গলববার (২৫ অক্টোবর২০২২) দুপুরে প্রাথমিক শিক্ষা অফিসের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৭ অক্টোবর রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেয়ার সময় টাকাসহ অফিস সহকারী শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই অভিযানে নেতৃত্ব দেন দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, শহিদুল ইসলাম সরকার ঘুষ ছাড়া শিক্ষা অফিসের কোনো কাজই করতেন না। এমন কোনো কাজ নেই যেখানে তিনি ঘুষের বিনিময় করেন না। তিনি বিভিন্ন শিক্ষকদের গুরুত্বপূর্ণ ফাইল অন্যায়ভাবে গোপনে আটকে রাখতেন। এসব ফাইলের অগ্রগতি করতে তাকে টাকা দেওয়া লাগতো। তা না হলে ফাইল গায়েব করে দিতেন তিনি।
শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, অফিস সহকারী শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিষয়টি লিখিত জানিয়েছি। এটি তার প্রাথমিক শাস্তি। তবে অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হলে তার অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে।
এদিকে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ জানান, বিভিন্ন কাজের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছিলেন শহিদুল ইসলাম সরকার। কয়েকজন শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালানো হয়। এ সময় শহিদুলের কাছ থেকে ঘুষ গ্রহণের নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
শহিদুলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দুদকের প্রধান কার্যালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে।
পরবর্তীতে দুদক শহিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।