নিজস্ব আকাশ – শাহানা সিরাজী
হয়তো কখনোই হবে না দেখা রক্তায়নের ঢেউ
বলবো না কথা জন্মান্তরের উত্তরী
তবুও হৃদয়ের সব মেহনতীআকুতি রইল জমা।
হয়তো ভেসে যাবে দুচোখ বারোমাসি বরষায়
জোনাইরাতের বিদগ্ধাকুলতায় থাকবে বিষন্নতা
তবুও থাকতে হবে স্থির, সব ভালোবাসা হোক শিশির
হয়তো রাত-বিরেতে,ঝরেপড়া বাতাসের ফুল
বাঁশিতে বাজবে আশাবরী রাগের তান
তবুও সব মুঠো মুঠো রেখে দেবো হারানো গোলায়
যে স্বপ্ন পাখা মেলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে
সে স্বপ্নকে দুহাতে দাঁড় করিয়ে স্নান করিয়ে
বদলে দেবো পুরাতন পোশাক
স্বপ্নকে তবুও দেবো না হারাতে
আমার আকাশ যতোই বজ্রপাত আনো
তুমি একান্তই আমার
নিজস্ব বৈভবে নিজেকে সাজাতে
যাবো না কখনো ভিন্ন আকাশতলে……
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।