জ্যেষ্ঠ সহকারী সচিব হলেন ২০৫ কর্মকর্তা

Ban_Govt4.jpg

জ্যেষ্ঠ সহকারী সচিব হলেন ২০৫ কর্মকর্তা

বিশেষ প্রতিবেদকঃ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত প্রশাসনের ২০৫ জন সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব করেছে সরকার। তাঁরা জাতীয় বেতনস্কেলের ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। এই গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন সাড়ে ৩৫ হাজার টাকা দিয়ে শুরু হয়, যা বেড়ে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনের ২০৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব করার কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে যাঁরা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত রয়েছেন, তাঁরা আগের কর্মস্থলেই কর্মরত থাকবেন। তাঁরা নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে যোগদান করবেন। এ ছাড়া যাঁরা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত নেই তাঁরা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে যোগদানপত্র পাঠাবেন। তবে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরাও বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।

পৃথক এক প্রজ্ঞাপনে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা নয়জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সুপারিশ অনুমোদন হয়েছে।

তবে তাঁদের পদোন্নতির আদেশ জারি হবে ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top