প্রধানমন্ত্রী কর্তৃক কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রের সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রী কর্তৃক কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রের সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন

সাগর চৌধুরীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে (০৩ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাজারবাগ পুলিশ লাইনসে কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রাবলী নিয়ে সম্পাদিত “চিঠিপত্র : শেখ মুজিবুর রহমান” এবং এর ইংরেজি সংস্করণ “Letters of Sheikh Mujibur Rahman” শীর্ষক দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

ট্যূরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান গ্রন্থদ্বয় সম্পাদনা করেন। সহসম্পাদকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত করিম।

এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত আইজিপি
হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি সতত শ্রদ্ধা ও অনিঃশেষ কৃতজ্ঞতা জানান। তিনি গ্রন্থ দুটি প্রকাশে সার্বিক পরামর্শ ও নির্দেশনা প্রদানের জন্য আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম এর প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উভয় গ্রন্থ প্রকাশ করেছে। পরিবেশনের দায়িত্বে রয়েছে পাঞ্জেরী পাবলিকেশনস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top