নোয়াখালীতে দুদকের মামলায় রায়; তিন জনের জেল ও জরিমানা
সাগর চৌধুরীঃ সুধারাম (নোয়াখালী) মডেল থানার মামলা নং ১৭, তারিখ ১৩/১০/২০১৩, বিশেষ মামলা নং ২৯/২০১৮ যাহার বাদী এস.এম সহিদ উল্যা, পোষ্ট মাষ্টার, নোয়াখালী প্রধান ডাকঘর বনাম রীনা রানী মজুমদার গং ০৩ (তিন) জন আসামী। উক্ত মামলার এজাহার এবং অভিযোগপত্রে উল্লেখিত
১। রীনা রানী মজুমদার, কাউন্টার অপরেটর, নোয়াখালী প্রধান ডাকঘর,
২। মোঃ মুনীর চৌধুরী (শহিদ), সহকারী পোষ্টামাষ্টার, নোয়াখালী প্রধান ডাকঘর,
৩। আনোয়ার হোসেন, পোষ্টাল অপরেটর, ডিপিএমজি এর কার্যালয়, নোয়াখালী।
কে বিজ্ঞ স্পেশাল জজ কোর্ট, নোয়াখালীর বিজ্ঞ বিচারক এএনএম মোর্শেদ খান আজ ০৮/০৬/২০২২ খ্রিঃ তারিখে প্রচারিত রায়ে ১নং ক্রমিকের আসামী রীনা রানী মজুমদার এবং ৩নং ক্রমিকের আসামী আনোয়ার হোসেনকে দন্ডবিধি আইনের ৪০৯ ধারায় দোষী সাব্যস্থ করে প্রত্যেক কে ০৫ বছর করে সশ্রম কারাদন্ড এবং ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা অর্থদন্ড, এবং ১৯৪৭ইং সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দোষী সাব্যস্থ করে ০২ (দুই) বৎসর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং ২নং ক্রমিকের আসামী মোঃ মুনীর চৌধুরী (শহিদ) কে দন্ডবিধি আইনের ৪০৯ দোষী সাব্যস্থ করে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড এবং ২,০০,০০০/- টাকা অর্থদন্ডে এবং ১৯৪৭ইং সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দোষী সাব্যস্থ করে ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করেন।
অভিযোগের সূত্রে জানা যায়, অভিযোগপত্রে আসামীগণ
বাংলাদেশ ডাক বিভাগ নোয়াখালীতে কর্মরত থাকাকালে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ১৩/০৬/২০১৩ তারিখ থেকে ০৩/১০/২০১৩ তারিখ পর্যন্ত মোট ০৭টি কর্মদিবসে ৫৪টি ইএমও (ইলেকট্রনিক্স মানি অর্ডার) ম্যাসেস দুর্নীতি জালিয়াতি করে ডাক বিভাগের ২৬,৩০,০০০/- টাকা আত্মসাৎ করে।
রায় প্রচার কালে দন্ডপ্রাপ্ত আসামীত্রয়ের মধ্যে ২নং ক্রমিকের আসামী মোঃ মুনীর চৌধুরী (শহিদ) বিজ্ঞ আদালতে উপস্থিত ছিল। বাকী ০২ (দুই) জন আসামী পলাতক ছিল।