সাস্থ্যের সচিব হলেন বরিশালের ছেলে – ড. মো. আনোয়ার হোসেন

Picsart_22-05-18_23-13-06-507.jpg

সাস্থ্যের সচিব হলেন বরিশালের ছেলে ড. মো. আনোয়ার হোসেন

বিশেষ প্রতিবেদকঃ স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হলেন বরিশালেন সন্তান ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। এ ব্যপারে বুধবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দোকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জারিকারা হয়ছে।

ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার ১৯৬৪ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

বরিশালের ছেলে ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার চলতি বছরের দুই জানুয়ারি তারিখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছিলেন।

এর আগে তিনি দূর্নীতি দমন কমিশনের সচিব পদে দায়িত্ব পালন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। তিনি ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে দশম ব্যাচের কর্মকর্তা।

তিনি সহকারি কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার অফিস ও কুস্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে কুস্টিয়ার দৌলতপুর ও গাজীপুর সদর উপজেলায় দায়িত্ব পালন করেন। ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরগুনার বামনা উপজেলা ও বাগেরহাটের কচুয়া উপজেলায় কাজ করেছেন। তিনি জেলা প্রশাসক হিসবে সাতক্ষীরায় দায়িত্ব পালন করেন। তিনি বিভাগীয় কমিশনার হিসবে খুলনা বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার বিভাগ,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

তাকে অভিনন্দন জানিয়েছেন দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস অ্যাগেইনস্ট করাপশন র্যাকের সাধারণ সম্পাদ তাওহীদ সৌরভ।

অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক।

এদিকে, বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতির পক্ষ থেকেও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top