স্বজন হারানো বেদনা নিয়ে দেশে পা রাখেন বঙ্গবন্ধুকন্যা – তোফায়েল আহমেদ

স্বজন হারানো বেদনা নিয়ে দেশে পা রাখেন বঙ্গবন্ধুকন্যা – তোফায়েল আহমেদ

আকতারুল ইসলাম আকাশঃ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে স্বজন হারানো বেদনা নিয়ে বাংলাদেশে পা রাখেন। এক পাশে আমি, অপর পাশে রাজ্জাক ভাই দাঁড়ানো। নেত্রী তখন বললেন, ক্ষমতার জন্য আসিনি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে এসেছি। আজ তাঁর হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এটাই আমাদের বড় পাওয়া।

আজ মঙ্গলবার (১৭ মে) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে এসব কথা বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

শেখ হাসিনা দেশে ফিরেছেন বলেই বাংলাদেশ আজ অর্থনীতিতে মুক্তি লাভ করেছে, এমনটা জানিয়ে মুক্তিযুদ্ধের এ সংগঠক বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন অনেক দূর এগিয়ে গেছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন স্বাধীন বাংলাদেশ হবে মর্যাদাশালী, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা। আমরা সেই পথেই এগিয়ে চলেছি। ইনশা আল্লাহ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে। এটাই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের প্রত্যাশা।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, আশরাফ হোসেন লাবু, সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top