ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে আশুতোষ-দিদার-সরোয়ার

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে আশুতোষ-দিদার-সরোয়ার

আইন ও আদালত প্রতিবেদকঃ ২০২২-২০২৩ সেশনের জন্য আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার, সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার দিদারুল আলম দিদার ও সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেলে সুপ্রিমকোর্ট বার ভবন মিলনায়তনে এলআরএফ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আশরাফ উল আলম এ ফল ঘোষণা করেন।

এছাড়াও কমিটির যুগ্ম সম্পাদক পদে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ পদে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোর টিভির স্টাফ রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুখপাত্রের সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন (মো. আবদুল্লাহ), ঢাকা মেইল ডটকমের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক ও ঢাকাপ্রকাশ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, এলআরএফের সাবেক সভাপতি স্বপন দাস গুপ্ত, এম বদিউজ্জামান, ক্র্যাবের সাবেক সভাপতি মিজান মালিক,এলআরএফের সাবেক সভাপতি ওয়াকিল আহমেদ হিরন বক্তব্য রাখেন।

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন, বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক।

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক বলেন, আশা করি ল রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি আগামীদিনে আইন বিচার ও মানবাধিকার সুসংহত রাখার জন্য আরো জোরালো ভূমিকা রাখবে।

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী বলেন, ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি যে পেশাদারিত্ব দেখিয়েছেন তা সংবাদিকদের সংগঠনের জন্য অতি বিরল ও সম্মানের। আমি ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top