জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন – নূরুন্নবী চৌধুরী শাওন এমপি
শাহিন আলম মাকসুদঃ ভোলার তজুমদ্দিনে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে ২০ হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় সাংসদ শাওন বলেন স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্থ দেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ঘটনা প্রবাহের কথা তুলে ধরেন।
এসময় এমপি শাওন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শে গড়ে উঠেছেন। প্রধানমন্ত্রী তার পিতার মত সব সময় দেশের মানুষের কথা ভাবেন। দেশের মানুষের উন্নয়নে তিনি সব সময় কাজ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার শুরু থেকে আপনাদের কাছে রয়েছি। আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আর যত দিন বাঁচবো আপনাদের জন্য কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- নোমান, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদের সদস্য মিশু হাওলাদারসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।