ডেমরা সাব-রেজিস্ট্রারের ঘুষ দাবী;দুদক টিম সাব-রেজিস্ট্রারকে সতর্ক করেছে

ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ দাবী;দুদক টিম কর্তৃক সাব-রেজিস্ট্রারকে সতর্ক

সাগর চৌধুরীঃ সাব-রেজিস্ট্রার, ডেমরা, ঢাকা এর বিরুদ্ধে ঘোষণা দলিল সম্পাদনের নামে ঘুষ দাবী সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আজ (২৪/০৪/২০২২) তারিখ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক, মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া ওমোহাম্মদ নুর আলম সিদ্দিকী এর সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ছদ্মবেশে কয়েকজন দলিল লেখককে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতিটি দলিল সম্পাদনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত লাখ প্রতি পাঁচশত টাকা সাব রেজিস্ট্রার এর নামে কালেক্ট করা হয়। একাধিক দলিল লেখক এর বক্তব্যে একই তথ্য পাওয়া যায়। দলিল করতে আসা উপস্থিত সেবাগ্রহীতাদের জিজ্ঞাসাবাদে তারা এনফোর্সমেন্ট টিম কে জানায়, সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা না দিলে তাদেরকে হয়রানির শিকার হতে হয়। দলিল দাতা ও গ্রহীতাদের হয়রানি বন্ধে এনফোর্সমেন্ট টিম কর্তৃক সাব-রেজিস্ট্রারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানকালে প্রাপ্ত তথ্য বিস্তারিত পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম পরবর্তীতে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top