রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

PicsArt_12-15-08.47.03.jpg

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের
সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

বিশেষ প্রতিবেদকঃ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ (৬০), সাবেক চেয়ারম্যান (বর্তমানে অবসরপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী; পিতা- মৃত নুর মিয়া হাওলাদার, মহল্লা/গ্রাম- ফ্রেন্ডস ক্যাসেল, তেরখাদিয়া (সিটি বাইপাসের সাথে), ডাকঘর- সেনানিবাস, থানা- রাজপাড়া, জেলা- রাজশাহী; স্থায়ী ঠিকানা: গ্রাম- পাঠাকাটা, ডাকঘর+থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২২,০৮,৮৬৬/- টাকার সম্পদ অর্জনের তথ্য অসদুদ্দেশ্যে গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে ও জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪৩,৯৩,৪৯৭/- টাকার সম্পদ অর্জন করে, ভোগ দখলে রেখে এবং ৪৩,৯৩,৪৯৭/- টাকার অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস, প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ, উৎস গোপন বা আড়াল বা ছদ্মাবৃত্ত করার লক্ষ্যে স্থানান্তর/রুপান্তর/হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ অনুসন্ধান/যাচাইকালে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় কমিশনের অনুমতি সাপেক্ষে সুদীপ কুমার চৌধুরী, উপসহাকারী পরিচালক, দুদক, সজেকা, রাজশাহী উল্লিখিত ধারায় দুদক, সজেকা, রাজশাহীর মামলা নং-০২, তারিখ-২০/৩/২২ খ্রি. দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top