ভোলায় লঞ্চ (বে ক্রুসিং সনদ) ছাড়া চলাচলে ৭ মাসের নিষেধাজ্ঞা
জেলা প্রতিনিধিঃ আসন্ন কালবৈশাখী মৌসুমে উপকূলীয় জেলা ভোলার বিপদজনক রুটে সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া সাত মাসের জন্য লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (১৫ মার্চ) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।
ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাত মাসের জন্য ভোলার ইলিশা-মজু চৌধুরীরহাট, মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢালচরসহ ভোলার ইলিশা থেকে চরফ্যাশন উপজেলার ঢালচর পর্যন্ত (ডেঞ্জার জোন) সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। যদি কোনো লঞ্চ নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিআইডব্লিউটিএ, পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলবে।
শহীদুল ইসলাম আরও বলেন, নিষেধাজ্ঞার রুটে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থায় সি ট্রাক চলাচল করবে।
উলেখ্য, প্রতিবছর ভোলায় নিষেধাজ্ঞা থাকা সত্বেও কতিপয় লোক অবৈধভাবে ছোট লঞ্চচলাচল করায়। বৈরী আবহাওয়ায় দূর্ঘটনায় কবলে পরে যাত্রীরা প্রান হারায়।